১০০ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিবিএ,ডেস্ক: বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ বিভাগে ১০ জনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরেই রয়েছেন শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘দ্য ফরেন পলিসি’ এই তালিকা তৈরি করেছে। প্রতিষ্ঠানটি গত ১০ বছর ধরে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের তালিকা প্রকাশ করে আসছে।

গত ১০ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১০টি বিভাগে ১০ জন করে এই তালিকায় স্থান পেয়েছেন।

এছাড়া পাঠকের পছন্দের তালিকায় ১০ জনের মধ্যে স্থান পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শীর্ষ ১০০ চিন্তাবিদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অনেকেই রয়েছেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...