পিবিএ ডেস্ক: ফের ভাইরাল হল মিয়া খলিফার একটি ভিডিও৷ পর্ন দুনিয়াকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর৷ তাও নীল ছবির জগতে তাঁর নাম যে এখনও জ্বলজ্বল করে, তা বেশ স্পষ্ট৷ এবার সেই নীল তারকা মিয়া খলিফার একটি ভিডিও ভাইরাল হল স্যোশাল নেটওয়ার্কিং সাইটে৷
ভিডিও দেখা যাচ্ছে, খাবার টেবিলে বসে রয়েছেন মিয়া৷ বন্ধুদের সঙ্গেই একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন তিনি৷ সেখানে মাছ খেতে গিয়ে আচমকাই চিংড়ি মাছ থেকে সস ছিটে গিয়ে তাঁর চোখে লাগে৷ সঙ্গে সঙ্গে চিতকার করে ওঠেন তিনি৷ যদিও মাছ খেতে গিয়ে মিয়ার ওই কীর্তি ভাইরাল হয়ে য়ায় সোশ্যাল মিডিয়ায়৷
সালমান খানের শো বিগ বস দিয়েই নাকি বলিউডে পা রাখবেন মিয়া খলিফা৷ সম্প্রতি এমন গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে৷ কিন্তু শেষ পর্যন্ত সালমান খানের শোয়ে হাজির হবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সাবেক তারকা৷
প্রসঙ্গত, বিগ বসের গরে হাজির হয়েই বলিউডে পা রাখেন সানি লিওন৷ বসের ঘর থেকে বেরনোর পর সানিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ বর্তমানে স্প্লিস্টস ভিলা নামে একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও দেখা যাচ্ছে সানিকে৷
পিবিএ/বিএইচ
https://youtu.be/gynO0Wtg4EA