নরসিংদীর পলাশে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিবিএ,নরসিংদী: হাইকোর্টের নির্দেশে ঢাকার চারটি নদীর তীর রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। এর অংশ হিসেবে নরসিংদীতে অভিযান চালানো হয়েছে।
বুধবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গায় এই অভিযান শুরু করে বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। অভিযানে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান জানান, ডাঙ্গা ইউনিয়নের প্রান্তে প্রায় দুই কিলোমিটার এলাকা দখল করে, দেয়াল তৈরি ও স্থাপনা নির্মাণ করেছে বেশ কয়েকটি কোম্পানী।
তাই হাইকোর্টে নির্দেশে এ সকল অবৈধ স্থপনা উচ্ছেদের কাজ চলছে। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, এ অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...