পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল সহ গ্রেফতার ২

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার

জিএম মিজান, বগুড়া : বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল ৮টার শেরপুর থানার ধুনট মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- টাঙ্গাইল মধুপুর থানার পচিশা গ্রামের মৃত ওসমান গণির ছেলে সাকের আহম্মেদ হিতু (৪০) ও একই উপজেলার বিশনাইপাল এলাকার আজম আলীর ছেলে আবু হাশেম (২৯)।

এসময় তাদের পাথর বোঝাই ট্রাক থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ও ৩ টি সিম এবং ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। র‌্যাব ১২ অফিস সুত্রে জানা যায় রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া- ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধুনট মোড়ে অভিযান চালানো হয়।

অভিযানে নুড়ি পাথর বোঝাই একটি ট্রাকের পিছন থেকে (ঢাকা মেট্রো-ট-২২-৫৬১৪) পুরাতন পাটের বস্তা থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের ড্রাইভার হিতু ও হেলপার আবু হাশেমকে গ্রেফতার করা হয়, এবং তাদের কাছে থেকে দুইটি মোবাইল ও ৩ টি সিম এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শেরপুর থানায় মামলা দায়ের হয়েছে।

পিবিএ/ জি এমএম/ জেডআই

আরও পড়ুন...