দিনাজপুরে ডিবি পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে দুই যুবক নিহত

নিহত স্বজনদের আহাজারি।

সালাহ উদ্দিন আহমেদ,পিবিএ, দিনাজপুর : দিনাজপুরের রামনগর এলাকার ডিবি পুলিশের সাথে কথিত বন্ধুক যুদ্ধে গোলাগুলিতে কাসেম আলী সাইসা এবং রহমত আলী নামে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত দুই পুলিশ সদস্যকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত দেড়টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ডিবি পুলিশের কর্মকর্তারা।

ডিবি পুলিশের পরিদর্শক ( ইনচার্জ) এটিএম গোলাম রসুল জানান, মাদকের চালান আটকের জন্য তাজপুরের সরকারপাড়ার একটি কবর স্থানের কাছে ওৎ পাতের তারা। রাত দেড়টার দিকে ভারত থেকে মাদকের চালানসহ ১০/ ১২জনের একটি দল ঘটনাস্থলের কাছে পৌছালে চ্যালেন্স করেন তারা। এসময় ডিবি পুলিশের হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্বরক্ষাতে পাল্টা গুলি চালান তারা।

উভয়পক্ষে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর ঘটনাস্থল ওই দুজনের লাশসহ একটি অবৈধ পিস্তল ২ রাউন্ড দেড়শত বোতল ফেনসিডিল এবং ৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা। ওই দুজনের বিরুদ্ধে ১৫/ থেকে ১৬টি করে মাকদের মামলা রয়েছে। এসময় আহত কোতয়ালী থানার এ এস আই নাহিদ সরকার এবং গোয়েন্দ পুলিশের কনস্টেবল মাহবুবুর রহমানকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন স্বীকার করে পরিবারের দাবি গতকাল রবিবার অস্ত্রের মুখে বাড়ী থেকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ।

পিবিএ/এসইউএ/জেডআই

আরও পড়ুন...