নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

noakhali-truck-accident-PBA

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট পৌর এলাকার জৈনদপুর রাস্তার মাথা এলাকায় ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাপ মাওলা (৩০)। এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, কবিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকটি জৈনদপুর রাস্তার মাথা এলাকায় পৌছালে একটি অটোরিক্সার মুখোমুখে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিনমজুর গোলাম মাওলা নিহত হয়। এ সময় কালামিয়া, আবু ছায়েদ, কামাল উদ্দিন, মোহাম্মদ উল্যা, নজরুল ইসলাম নামের আরো ৫ শ্রমিক আহত হয়।

কবরিহাট থানার ওসি মর্জিা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে। সেই সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদেহ থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ওয়াইই/এফএস

আরও পড়ুন...