মোদীর ভয়ে এক ছাতার তলায় বিরোধীরা : স্মৃতি ইরানি

smriti irani

পিবিএ ডেস্ক : ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি কটাক্ষ করে বলেন, ‘যেসব নেতারা সারা জীবন একে অন্যের বিরোধীতা করে এসেছেন, আজ নিজেদের ব্যক্তিগত স্বার্থ এবং নরেন্দ্র মোদীর ভয়ে তারা একত্রিত হয়েছেন।

গতকাল বুধবার ঝাড়গ্রামে দলের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচীতে যোগ দেন স্মৃতি ইরানি। সেখানেই তৃণমূলের ব্রিগেড সমাবেশে বিরোধী দলের নেতাদের উপস্থিতিকে কটাক্ষ করেন তিনি। এদিনের সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গ এখন একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে। এখানে একটি রাজনৈতিক মঞ্চে একে অন্যের কাছাকাছি আসেন। সাধারণ মানুষের জন্য উন্নয়নে তাদের কোনও কাজ নেই।’

এখানেই শেষ নয়, ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে স্মৃতি ইরানি আরও বলেন, ‘নরেন্দ্র মোদীর ভয়ে একছাতার তলায় এসেছেন তারা (বিরোধী নেতৃত্ব)। নিজেদের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে একে অন্যের কাছাকাছি এসেছেন তারা। সারা জীবন তারা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে এসেছেন তারা। এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নকে থামাতে এরক ছাতার তলায় এসেছেন সবাই।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...