পিবিএ,বেরোবি: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই মূলমন্ত্রকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধনের ২০২০ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন কমিটিতে জীবন সাহা সভাপতি ও মো: মোশারফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ৩নং একাডেমিক বিল্ডিং এর মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা-২০১৯ অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- জোনাল প্রতিনিধি মেহেদী হাসান, সহ-সভাপতি(১) সিরিয়া জাহান, সহ-সভাপতি(২) জান্নাতুল ফেরদৌস মায়া, সহ-সাধারণ সম্পাদক মোস্তাকিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হিরন্ময় রায়, কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হানা আক্তার রিমু, তথ্য ও শিক্ষা সম্পাদক তরিকুল ইসলাম সুমন। এছাড়াও কার্যকরী সদস্য ও বিশেষ সদস্যদের এক বছরের জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন
ড. সরিফা সালোয়া ডিনা,
তাবিউর রহমান প্রধান,
মো:মোস্তাফিজুর রহমান,
মো:ফেরদৌস রহমান,
সহ অনন্য শিক্ষকমন্ডলী ।
বাঁধন এর গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি।
উল্লেখ্য যে, ১৯৯৭ সালের ২৪ অক্টবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে স্বেচ্ছাসেবী তরুণদের এ সংগঠন যাত্রা শুরু করলেও বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ে বাঁধন যাত্রা শুরু করেছে ৯ অক্টোবর ২০১৩ সালে।
পিবিএ/নাজমুল হুদা নিমু/বিএইচ