বিস্ময়কর হাঁসে বাঘে লড়াই! (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: তিনটি বাঘ একটি হাঁসের পেছনে দৌড়াচ্ছে কিন্তু কোনোভাবেই ধরতে পারছে না। সারা জলাশয়ে ঘুরেও লক্ষ্যপূরণ করতে পারছে না বাঘটি। সেই ভিডিওই তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

হাঁসটি শিকার করতে তিনটি বাঘ তিন দিক থেকে দৌড়ে আসছে। একবার এই প্রান্ত থেকে অন্যপ্রান্ত কোনদিকে যাবে তা ঠিক করতে পারছে না বাঘগুলো। তীব্র গতিতে ছুটছে হাঁস। এমন হাঁস কিন্তু আগে কখনো দেখা যায়নি ৷

এই ভিডিওর সঙ্গে আরো একটি ভিডিও সংযুক্ত রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ফের একটি বাঘ ঝাঁপিয়ে পড়ছে হাঁসটিকে ধরতে কিন্তু কোনো মতেই ধরতে পারছে না।

পিবিএ/এমএসএম

https://www.facebook.com/467714540669269/videos/576496996523014/?v=576496996523014

আরও পড়ুন...