৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা
স্কুলছাত্রীর আত্মহত্যা

পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে সুরভী আক্তার (১৬) নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের কারণে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত সুরভী আক্তার নতিপোতা গ্রামের বাবলু হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামা কাপড় কেনা নিয়ে সুরভী আক্তারের সাথে তার মা হাফিজা খাতুনের কথা কাটাকাটি হয়। পরে সে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষনিক তার পরিবার তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। সে নতিপোতা মাধ্যামিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী ছিলো ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, স্কুল ছাত্রীর মৃত্যুর খবর শুনছি। কি কারণে আত্মহত্যা করেছে মেয়েটি তা খতিয়ে দেখা হবে।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...