পিবিএ, ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২০।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নবগঠিত ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হাজতখানা থেকে এফডিসি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাবুর (৪৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাবু চাদর দিয়ে আত্মহত্যা করেছে। তবে প্রশ্ন উঠেছে, থানায় এতো নিরাপত্তার মধ্যে কীভাবে তিনি আত্মহত্যা করলেন? সার্বক্ষণিক হাজতখানার সামনে পুলিশ থাকে, সিসি ক্যামেরা রয়েছে। তারপরও থানা পুলিশের নজরে পড়লো না।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিসোমবার এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, এটি আত্মহত্যা। তবে পুলিশ এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। আমরা ঘটনা তদন্ত করছি।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কাজ ও উদ্দেশ্যে সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বাংলাদেশ পুলিশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন। কর্মক্ষেত্রে কোন সমস্যা বোধ করলে সংগঠনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। পদোন্নতিসহ যেকোন যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে পেশ করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ দুঃস্থদের মাঝে ঈদে ও শীতে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি সংগঠনের কোন সদস্য অসুস্থ হলে তার চিকিৎসা সহায়তা দেওয়া ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ জাবেদ পায়োটারী বিপিএম (বার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) ও সংগঠনটির সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি, ২০২০ তারিখে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৪০ তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) কে নির্বাচিত করা হয়। এর ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২০ গঠিত হয়।
পিবিএ/জেডআই