চাঁপাইয়ে ফেনসিডিলভর্তি দুই প্রাইভেট কারসহ আটক ৪


পিবিএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্পের সদস্যরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ থেকে ২টি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ১ হাজার ৩৬৯ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে। সোমবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাটাখালি থানার চরখিদিরপুর মহল্লার মোঃ রজত আলীর ছেলে মোঃ ইউসুফ ওরফে বাবলু (৩২), ঢাকার কেরানীগঞ্জ থানার নরন্ডী গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে মোঃ সোহেল কাজী (২৮), শরীয়তপুর জেলার পালং থানার চরগাজীপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ আব্দুল গণি (৩০) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার কলাগাছিয়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে কার চালক শামীম হোসেন (২৯)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জাননো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাতে সোনামসজিদ থেকে ছেড়ে আসা ২টি প্রাইভেট কার অবৈধ মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের দলটি চাঁপাইনবাগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে কার দু’টিকে থামানোর সংকেত দিলে তারা না থামিয়ে পালিয়ে যায়। কার দুটিকে ধাওয়া করে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার আটক করে। পরে ওই কারে তল্লাশী চালিয়ে ১ হাজার ৩৬৯ বোতল উদ্ধার করা হয়।

পিবিএ/ফয়সাল মাহমুদ/জেডআই

আরও পড়ুন...