পিবিএ,ঢাকা: পবিত্র হজের পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। অবশেষে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের অবসান হওয়ায় আগামী ১৫ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে আয়োজন হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী মাসের ১৫ তারিখে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পক্ষই তাতে অংশ নেবে। উভয় পক্ষের দুজন সব সময় একসঙ্গে বসে সব সিদ্ধান্ত নেবেন। তাঁরা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন।’ ইজতেমায় দিল্লি সুরা মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী আসবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি এই ইজতেমায় আসবেন না, সেই সিদ্ধান্ত হয়েছে।’
পিবিএ/এফএস
’