পিবিএ ডেস্ক : লাহোর ওপর জঙ্গিদের নজর অনেক আগে থেকেই। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে পাকিস্তানের এই শহরটি নানা কারণে বিখ্যাত। সেজন্য গত কয়েক বছরে এখানটায় অসংখ্যবার জঙ্গি হামলা হয়েছিল। যাতে হতাহত হয় বহু মানুষ, নিরাপত্তাকর্মী।
এমনকি ২০০৯ সালে এই লাহোরেই লংকান টিম বাসে হামলা করে সন্ত্রাসীরা। তাইতো এখন লাহোরকে নিয়ে খোদ পাকিস্তানও শঙ্কিত। আর কোনো কারণে যেন ওঁত পেতে থাকা জঙ্গিরা সুযোগ না পায় সেজন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়ে তারা।
বিশেষ করে বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজারের বেশি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে গোয়েন্দা নজরদারিও জোরালো করা হয়। এমন তথ্যই জানাল দেশটির জনপ্রিয় দৈনিক ‘ডন’।
যার প্রেক্ষিতে বুধবার (২২ জানুয়ারি) মাঝরাতে বাংলাদেশ ক্রিকেট টিম লাহোরে পা রাখার পর বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় তাদের নেওয়া হয় টিম হোটেলে। বুলেট প্রুফ বাসে করেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছান রিয়াদ-লিটনরা।
প্রসঙ্গত, আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি২০ খেলবে টাইগাররা। ওই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।
বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।
পিবিএ/জেডআই