মালয়েশিয়ায় ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত

পিবিএ,মালয়েশিয়া: প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেলো মালয়েশিয়ার স্বনামবিদ্যাপীঠ ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের বাৎসরিক ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম -২০২০ বুধবার কুয়ালালামপুরের সেতিওয়াংশা নিজস্ব অডিটোরিয়ামে এই ইন্টারন্যাশনাল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ড. মাহমুদুর রহমানের পরিচালনায় অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপল জ্যাকবাস ইরাসমাস ফ্রেডেরিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের সিইও মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন।

দিন ব্যাপী এই প্রোগ্রামে বিজয়ী দেশ কোরিয়া ,মালয়েশিয়া ,ভারত ,পাকিস্তান ,বাংলাদেশ এর হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এই প্রোগ্রামে বিশ্বের ৩০ টি দেশের ছাত্রছাত্রী পারফর্ম করেন। তাদের কৃষ্টিকালচার তুলে ধরেন। সমাপনী বক্তব্য ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপল জ্যাকবাস ইরাসমাস ফ্রেডেরিক বলেন আমরা এই স্কুলে একজন যোগ্য নেতৃত্ব গুণাবলী হিসাবে গড়ে তোলার চেষ্টা করি।

তাদের প্রতিভা বিকাশ করার লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করি। এতে একটি শিশু কালচারের সাথে পরিচিত হতে পারে। আর অভিভাবকরা তাদের স্টল মার্ধমে হরেক রকমের খাবার পরিবেশন করে থাকেন। আগত অতিথিরা বিভিন্ন কোমলটি শিশুদের কৃষ্টিকালচার উপভোগ করেন সেই সাথে বিভিন্ন দেশের স্টল ঘুরে ঘুরে দেখেন। এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের অফিসিয়াল প্রতিনিধিগণ ,ছাত্রচারীদের পিতামাতা , শিক্ষক গন উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...