কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর (২য়) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল।
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সময় রোববার ( ১৯ জানুয়ারী) সন্ধায় কুয়ালালামপুরের ডব্লিউ হোটেলে এ অনুষ্ঠানোর আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, প্রবাসী সাংবাদিকদের দায়বদ্ধতা অনেক বেশি। কর্ম ব্যস্ততার মাঝেও সংবাদ পরিবেশনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরায় হাইকমিশনের পক্ষ থেকে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময় অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন আর টিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক রেমিটেন্স হাউসের প্রধান নির্বাহী আক্তার হোসেন, কমিউনিটি নেতা রাশেদ বাদল, নাজমুল ইসলাম বাবুল, নুর মোহাম্মদ ভূঁইয়া, শফিক চৌধুরী, আহাদুল ইসলাম, জাকির হোসেন, কাজী সালাহ উদ্দিন, মিন্টু আহমেদ সাগর, রিপন, শাকিলসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি বশির আহমেদ ফারুক, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন, এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, প্রবাস কথা প্রতিনিধি তারেক শাহরিয়ার, প্রবাসী দিগন্তের সহ-সম্পাদক কাজী আশরাফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি আশরাফুল মামুন, আমাদের সময় প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন, ক্যামেরাপার্সন বাপ্পি দাসসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সাংবাদিক জহিরুল ইসলাম হিরনের বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শফিকুর রহমান চৌধুরী।
পিবিএ/হান্নান/ জেডআই