ফরিদপুরে হাসিবুল হাসান লাবলুর ৯ম মৃত্যু বার্ষিকী পালন

পিবিএ,ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়নের সাবেক সভাপতি শ্রমিক নেতা হাসিবুল হাসান লাবলুর ৯ম মৃত্যু বার্ষিকী (২৪ জানুয়ারি বৃহস্পতিবার) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে মাল্যদান, কবর জিয়ারত এবং বাদ আসর তার নিজ বাড়িতে “লাবলু স্মৃতি সংসদ” এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুমের স্ত্রী ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামীলীগ নেতা কেএম সেলিম, মাইনুদ্দিন আহমেদ মানু, কোতয়ালী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস ও কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, হাসিবুল হাসান লাবলু জনগণের সেবায় রাজনীতি করেছেন। তিনি আওয়ামীলীগকে সুসংগঠিক করতে সদা সচেষ্ট ছিলেন।

উল্লেখ্য যে ২০১১ সালের ২৪ জানুয়ারি হাসিবুল হাসান লাবলু ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পিবিএ/এমআই/এমএসএম

আরও পড়ুন...

preload imagepreload image