বিএনপির পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

বিএনপির পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

পিবিএ ঢাকা: রাজধানীর গোপীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমরা গতকাল থেকে আশঙ্কা করেছিলাম যে, আমাদের নেতাকর্মীদের ধরপাকড় শুরু করবে। সেটাই হয়েছে। এখন পর্যন্ত আমাদের পাঁচ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে গোপীবাগে ইশরাকের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। তিন জন সাংবাদিকও এসময় আহত হন। এ সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে। এ ঘটনায় ওয়ার্ড অওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে ওয়ারি থানায় মামলা করেন।

গোপীবাগ থেকে এ মামলার এজাহারনামীয় চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহেল, তুহিন, বিল্লাল, ফারুক ও মুন্না নামে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে প্রথম চার জন এজাহারভুক্ত। অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের জন্য গেলেও থানা মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...