পিবিএ ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির প্রতি অভিযোগ উত্থাপন করে বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি বহিরাগত অস্ত্রধারী গুন্ডাদের ঢাকায় জড়ো করছে। তারা বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে। নির্বাচন নষ্ট করার জন্য বিএনপি বহিরাগত সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে লাথি মেরেছে, গুলি করেছে। তারা যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার সবগুলোর ভিডিও ফুটেজ আছে। এগুলো সংগ্রহ করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং নির্বাচন কমিশন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এটাই আমরা চাই।
দলের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন, এগুলো আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। বিদ্রোহীদের কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা নির্বাচনে কোনো বিঘ্ন সৃষ্টি করছে না। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাদের বিষয়ে কোনো কথা না বলাই ভালো।
পিবিএ/এমআর