‘ওবায়দুল কাদের উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন’

পিবিএ ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ওবায়দুল কাদের উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। তারা নিজেরাই বহিরাগত ও সন্ত্রাসীদের এনে ঢাকায় সয়লাব করেছে, নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার জন্য। তিনি যা বলেছেন তা অত্যন্ত হাস্যকর। বাইরে থেকে লোক আনা ও বিশৃঙ্খলা করা বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ তারা নিজেরাই মামলা-হামলায় জর্জরিত।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাফ হোসেনের কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার মোশাররফ।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন মানেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে তামাশা, প্রহসন ও কেন্দ্র দখল করে সিল মারার উৎসব। কখনও কখনও দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে ফেলা।

তিনি বলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দান এবং প্রচার প্রচারণার শুরুর প্রথম থেকেই আওয়ামী প্রার্থীরা ক্ষমতার অপব্যবহার, অব্যাহত আচরণ বিধি লঙ্ঘন, আমাদের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নিবার্চনী প্রচারণায় হামলা, দলীয় নেতাকর্মীদের উল্টো মামলা, গ্রেফতার, পোস্টার লাগাতে বাধা দান, পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা ধরনের বিঘ্ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা বারবার নির্বাচন কমিশনে অভিযোগ করার পরও কমিশন থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বরং তারা বরাবরের মতোই নির্বিকার।

খন্দকার মোশাররফ আরও বলেন, হরেক রকমের কারসাজি ও তামাশায় পরিপূর্ণ এখন বাংলাদেশের নির্বাচন। তাই নিবার্চন নিয়ে এখন মানুষের মধ্যে তেমন কোনো আগ্রহ বা উচ্ছ্বাস নেই।

ড. মোশাররফ বলেন, নির্বাচনে ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড এখনও ঠিক হয়নি। এ কারণে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এ সিটি করপোরেশন নির্বাচন ও বিগত সব নির্বাচনের মতোই যেন তামাশা ও প্রহসনে পরিণত হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...