উত্তর সিটির ১৭ নম্বর ওয়ার্ড

খিলক্ষেতে বিএনপির কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার পর মামলা, নেতাকর্মীরা এলাকা ছাড়া

পিবিএ, ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের খিলক্ষেত-কুড়িল-শাওড়া বাজার নিয়ে গঠিত ১৭ নম্বর ওয়ার্ডের বিএনপির মনোনিত কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতের নেতাকর্মী সমর্থকদের নামে সোমবার (২৭ জানুয়ারি) রাতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের হয়। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে নেতাকর্মী সমর্থকরা এলাকা ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শাহিনুর আলম অভিযোগ করে বলেন, সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুড়াতলী এলাকায় জনসংযোগে গেলে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ইসহাক মিয়ার লোকজন অতর্কিতে হামলা চালায়, হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

তিনি বলেন, হামলার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ গ্রহন করতে অস্বীকৃতি জানায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলার পর উল্টো আমাদের নামেই আবার মিথ্যা ভুয়া মামলা করেছে। এই বিচার আমরা কার কাছে দিব? পুলিশের ভয়ে আমার নেতাকর্মী সমর্থকরা বাড়িঘরে ঘুমাতে পারছে না। পুলিশের গ্রেফতার এড়াতে এখন তারা এলাকা ছাড়া।

খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন পিবিএ’কে মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি কাউন্সিলর প্রার্থীর নাম ছাড়া অন্যদের নামে সুর্নিদিষ্ট অভিযোগে মামলা হয়েছে।

পিবিএ/জিসাদ/জেডআই

আরও পড়ুন...