পিবিএ, ঢাকা : বিএনপি বহিরাগতদের নিয়ে নিবাচনের দিন বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়। এ বিষয়ে কমিশনকে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন কমরেড দিলীপ বড়ুয়া।
বুধবার বিকেল ৩টায় আগারগাঁয়ে নির্বাচন ভবনে ১৪ দল-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন-এর নির্বাচন বিষয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বতর্মান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু ভোট হবে বলে দাবি করে দিলীপ বড়ুয়া বলেন , বিএনপি ভোটকে কেন্দ্র করে নিম্নচাপ ও ঘুর্ণিঝড়ের সৃষ্টি করতে চাচ্ছে। ভোটের দিন যাতে বহিরাগতদের কোন ধরনের অপ্রীতির ঘটনা না ঘটাতে পারে সে দিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে আহবান জানান ১৪ দলের প্রতিনিধিরা।
পিবিএ/জেডআই