জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে পূজা বাণী অর্চনা সহ নানা মধ্য দিয়ে দিনব্যাপী পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করে আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের সরস্বতী পূজা ও মুজিব বর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, বিদ্যার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। তাই বিদ্যা দেবীর কাছে আমার প্রার্থনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করবেন।
কেন্দ্রীয় পূজামন্ডপে শুভেচ্ছা বিনিময় শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাস ও হল প্রাঙ্গণে আয়োজিত সমস্ত পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। মন্ডপগুলোতে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।
আশিক আরেফীন