পিবিএ,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রমের পিকাকিং তমুজা নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোঃ বায়োলজি (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নির্মম ভাবে খুন হন। বুধবার ২৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্টানে বায়োজিদ নিহত হন।
নিহত বায়োজিদের দেশের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জের তাত্তাপাড়া গ্রামের রুস্তম মন্ডলের ছেলে বায়োজিদ। সেখানকার স্থানীয় বাংলাদেশী ব্যবসায়ী মোঃ মশিউর রহমান রাতে জানান , বুধবার ২৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন সন্ত্রাসীর বায়োজিদের দোকানে এসে তাকে লক্ষ করে এলোপাথাড়ি ভাবে গুলি করলে।
এতে ২টি গুলি মোঃ বায়োজিদের বুকে আর পিঠে লাগে। ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয় প্রবাসী ব্যবসায়ীদের ধারণা নিহত বায়োজিদকে কি কারনে হত্যা করা হয়েছে এর সঠিক তথ্য এখনো জানা যায় নি। তবে বিষয় টি পুলিশ খতিয়ে দেখতেছে।
পিবিএ/আরিফুর রহমান দিলু/বিএইচ