হেডফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

ট্রেনে কাটা
রাজবাড়ী জেলা

পিবিএ, রজাবাড়ী: কানে হেডফোন দিয়ে রেল লাইনে বসে গান শোনার সময় রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে এক এস এস সি পরীক্ষার্থী নিহত আহত হয়েছে দুজন। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালুখালী রেল ষ্টেশন সংলগ্ন এলাকার হাসিব এবছর রতনদিয়া সরকারী রজনীকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় আহত হয়েছে হাসিবের ছোট ভাই সাকিব এবং সাকিবের বন্ধু অন্তুু।

জেলার কালুখালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিন জন ট্রেনে কাটা পরে আহত হয়। আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসিব মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় অন্তুুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর সাকিবকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদিকে সাকিবের বাড়ীতে স্বজনদের আহাজারী চলছে ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...