পিবিএ ডেস্ক : নব্বইয়ের দশকে ‘ইন্ডি-পপ’ জনরার নামটা প্রথম তার কাছ থেকে জেনেছিল শ্রোতারা। তিনি ভারতের পপ গায়িকা আলিশা চিনয়। কিন্তু বেশ কয়েক বছর তিনি আর লাইমলাইটেই নেই। শোনাও যায় না তার গান। কী করছেন এখন তিনি ? সানি লিয়ন নয়, আসলে বেবি ডল বলতে একটা সময় মানুষ কিন্তু তাকেই বুঝত। কিন্তু সেই আলিশাই কোথায় যেন হারিয়ে গেলেন! কিন্তু কেন? ‘বিড্ডু’ কিংবা ‘মেড ইন ইন্ডিয়া’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। এখন কী করছেন তিনি? এখন কেমন দেখতে তিনি? সম্প্রতি অণু মালিকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আলিশা। মিটু বিতর্কের সময় তিনি বলেছেন, যৌন হেনস্থা করা হয়েছিল তাকে।
করিশমা কাপুর থেকে স্মিতা পাটিল, দিব্যা ভারতী থেকে ঐশ্বর্যা রাই প্রত্যেকের লিপে প্লে-ব্যাক করেছিলেন যে আলিশা, তাকে আর দেখাই যায় না। ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’র ‘কাজরা রে’ গানটি সুপারহিট হয়েছিল। সেই গানটিই খুব সম্ভবত শেষ সুপারহিট গান ছিল তার। পরবর্তীতে স্বামী রাজেশ জাভেরির সঙ্গে তার বিচ্ছেদও হয়ে যায়। কিন্তু পরিবারের প্রতি, বাবার প্রতি, বরাবর অসম্ভব যত্নশীল ছিলেন আলিশা। একটি সাক্ষাৎকারে সম্প্রতি জানিয়েছেন, প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ।
ক্যানসারে আক্রান্ত বাবাকে দেখভাল করতেই পুরো সময় কাজে লাগাতে চেয়েছেন তিনি। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র বাবার চিকিৎসায় মন দিয়েছিলেন তিনি। তবে বেশি প্লে-ব্যাক করতে তিনি কখনওই চাননি। তাই তার গলা এখনও এক্কেবারে ‘ফ্রেশ’, এমনটাও জানান সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে। এই মুহূর্তে তিনি নিজের কিছু ইংরেজি গান নিয়ে কাজ করেছেন। আন্তর্জাতিক স্তরের বেশ কয়েক জন সঙ্গীত প্রযোজকের সঙ্গে কথাও হয়েছে তার। আলিয়া ভাট কিংবা শ্রদ্ধা কাপুরের মতো নায়িকাদের প্রশংসাও করেছেন আলিশা। আসল গানের চেয়ে শুনতে ভাল না হলে রিমিক্স করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। ফেসবুক কিংবা টুইটার শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করলেও খুব একটা ‘ফ্রিক’ নন তিনি। বরং রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে নতুন কোনও অনুষ্ঠানে তাকে দেখা গেলে নতুন প্রতিভাদের তিনি পরিচয় করাতে পারেন, এমনটাও বলেন আলিশা।
পিবিএ/জিজি