সোনার বাংলা গড়তে বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে হবে: শাবি উপাচার্য

শাবি
শাবিতে “৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড” এর সিলেট বিভাগের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পিবিএ, শাবি: ‘৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড’ এর আঞ্চলিক পর্ব সিলেট বিভাগের প্রতিযোগিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ‘বাংলাদেশ ক্যামিকেল সোসাইটি’র আয়োজনে এবং শাবির রসায়ন বিভাগের সহযোগিতায় সিলেট অঞ্চলের এই অলিম্পিয়াড উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এই বিশ্ববিদ্যালয় নিয়মিত প্রতি বছর অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ২০০৩ সালে আমরা প্রথম অলিম্পিয়াড আয়োজন করেছিলাম। তোমাদের বিজ্ঞানের প্রতি যে আগ্রহ আমি তোমাদের সেই আগ্রহকে সাধুবাদ জানাই। সোনার বাংলা গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের প্রতি তোমাদের আরো মনোযোগ হতে হবে।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মিজানুর রহমান খান, সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. মাসুম তালুকদারসহ রসায়ন বিভাগ শিক্ষক-শিক্ষার্থীরা এবং সিলেটের ৪০টি কলেজের শিক্ষার্থীরা।

অলিম্পিয়াডে সিলেটের প্রায় ৪০ টি কলেজ থেকে ১২০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রথম ২০ জন আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...