হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

পিবিএ ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ সকাল থেকে হরতাল পালন করছে বিএনপি। সে অনুযায়ী হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

জানা গেছে, আজ রোববার বেলা ১২টার দিকে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি বাংলামোটর মোড়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, পার্থ দেব মন্ডল, মাজদুল ইসলাম রুম্মন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, করিম প্রধান রনি, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে হরতালের সমর্থনে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই কর্মসূচি পালন করে সংগঠনটি। বিক্ষোভের একপর্যায়ে পিকেটিং করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বেশকয়েকটি গাড়ি ভাংচুর করেন তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, খোরশেদ সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, সাফি ইসলাম, শিপন বিশ্বাস, সজিব মজুমদার, রিয়াদ রহমান, শাহজান শাহন, রুয়েল, আরিফুল হক আরিফ, জিয়াদুল ইসলাম রন্জুসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

এদিকে আজ সকাল থেকেই বিএনপির ডাকে রাজধানী ঢাকায় ঢিলেঢালা হরতাল চলছে। রাজধানীর অধিকাংশ সড়কেই গাড়ি চললেও সংখ্যায় কম। এছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পিবিএ/এমআর

আরও পড়ুন...