পিবিএ,দিনাজপুর: আজ থেকে শুরু এসএসসি পরীক্ষায় দিনাজপুরের শিক্ষা বোর্ডের অধিন রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৬৪৬টি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে ১লাখ ৯২ হাজার ৫২৭জন শিক্ষার্থী। এজন্য খোলা হয়েছে ২৭১ টি কেন্দ্র। তবে গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ১৯৯জন।
(জুনিয়র স্কুল সার্টিফিকেট) জেএসসি পাশের পর শিক্ষার্থীর সংখ্যা ঝরে পড়ায় এসএসসিতে পরীক্ষার্থী কমেছে বলে ধারনা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান। তিনি জানান, এবারের পরীক্ষায় ছাত্রীর তুলনায় ছাত্রদের সংখ্যা বেশী। অংশ গ্রহনকারি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯৯ হাজার ১৫৫জন এবং ছাত্রীদের সংখ্যা ৯৩ হাজার ৩৭২জন । এদের মধ্যে বিজ্ঞানে ৮১ হাজার ৮৬৮জন, মানবিকে ১ লাখ ৬ হাজার ১৩২জন এবং বানিজ্যিক বিভাগে অংশ নিয়েছে ৪ হাজার ৫২৭জন ছাত্রছাত্রী।
সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা। প্রশ্নপত্র ফাঁস ছাড়াই নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে সকলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
পিবিএ/বিএইচ