টেস্ট খেলতে

আবার পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ টিম

পিবিএ, ঢাকা : টেস্ট খেলতে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল উড্ডয়ন করবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত প্রথম টেস্টটি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে। ঢাকা থেকে রাওয়ালপিন্ডিতে পৌঁছাতে বাংলাদেশ দলের যাত্রা পথ প্রায় ১৩ ঘণ্টার।

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি যাওয়ার ফ্লাইট নেই। টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার্টার্ড বিমানে গেলেও এবার জাতীয় দলকে বহন করছে কাতার এয়ারওয়েজ। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতির পর বাংলাদেশ দল পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছাবে বুধবার সকাল ৮টায়। সেখান থেকে ৪৫ মিনিটের গাড়ি যাত্রা শেষে বাংলাদেশ ঠিকানা রাওয়ালপিন্ডি।

বুধবার বিকেলে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে জাতীয় দল। বৃহস্পতিবার ফের অনুশীলন। এরপর শুক্রবার নামবে টেস্ট আতিথেয়তা নিতে।

রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশ দলের। টেস্ট দলে যারা যাচ্ছেন তাদের মধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দু’জনের। মূল মঞ্চে মাঠে নামার আগে মাত্র দু’দিনের প্রস্তুতিকে আদর্শ বলছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ফলে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ডও তলানিতে। বিদেশের মাটিতে বাংলাদেশ জিতেছে মাত্র চার টেস্ট। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়। এরপর ২০১৩ সালে জিম্বাবুয়েকে হারানো এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়। এমন হতশ্রী রেকর্ড আর চায় না বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে এ মাসে। দ্বিতীয় টেস্ট হবে এপ্রিল করাচিতে। দুই ধাপে হতে যাওয়া এ সিরিজ জিতে বিদেশের মাটিতে দীর্ঘদিনের আক্ষেপ ভুলতে চান বাংলাদেশের প্রধান রাসেল ডমিঙ্গো। এজন্য বাংলাদেশকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...