মোঃ জাকির হোসেন, পিবিএ, সৈয়দপুর (নীলফামারী) : দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানীকৃত মূল্যবান মেশিনগুলো অকেজো হয়ে পড়ে আছে। আমদানীর পর থেকেই দীর্ঘ প্রায় ৩ বছর যাবত এ মেশিনগুলো দিয়ে কোন কাজ করা যাচ্ছেনা।
আগামীতে আদৌ এগুলো ভালো করা সম্ভব হবেনা কি না বা এগুলোর ভবিষ্যৎই বা কি সে বিষয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথাই যেন নেই। বাধ্য হয়ে ব্রিটিশ আমলের পুরাতন মেশিন কোন রকমে রিপিয়ারিং করে কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। এতে কর্মঘন্টা বেশি ব্যায় হচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ। ফলে বিপুল পরিমান অর্থ ব্যায় করে আনা মেশিন কোন কাজেই লাগেনি রেলওয়ের। যা একপ্রকার অপচয় হিসেবেই মনে করছে সংশ্লিষ্টরা।
রেলসূত্রে জানা যায়, কারখানার লোকে মেশিন শপ-২ এ ট্রিপল দিয়ে ঢেকে সংরক্ষণ করা হচ্ছে অকেজো ভার্টিকাল বোরিং মেশিন (৩৬ ইঞ্চি)। যা বিগত ২০১৬ সালের ১৮ মে তারিখে আমদানী করা হয়। কিন্তু তখন থেকেই এটি অব্যহৃত অবস্থায় পড়ে আছে। কারণ হিসেবে শ্রমিকরা দাবি করছে আনার পর চালু করা মাত্রই মেশিনটির ইলেকট্রিক সার্কিট বোর্ড টি জ্বলে যায়। এরপর থেকেই এটি ফেলে রাখা হয়েছে।
এটি মেরামতের জন্য বার বার তাগিদ দেওয়া হলেও ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোম্পানী সে বিষয়ে কোন কর্ণপাত না করায় মেশিনটি কাজে লাগানো যায়নি। বাধ্য হয়ে শ্রমিকরা আগের পুরাতন মেশিনই মেরামত করে কোন রকমে কাজ চালিয়ে যাচ্ছে। এরকম আরও অনেক মেশিন যা ভারত ও চীন থেকে আমদানী করা হয়েছিল সেগুলো কাজে লাগছেনা। বেশিরভাগই নষ্ট হয়ে পড়ে আছে।
এব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস্ ম্যানেজার (ডাব্লু এম) শেখ হাসানুজ্জামান বলেন, মেশিনটি অকেজো নয়। ইন্টলেশন করে রাখা হয়েছে। এখন আমাদের কাজের পরিমান কম, তাই বন্ধ রয়েছে। অন্য মেশিন দিয়ে কাজ চলছে। প্রয়োজনে এটি মেরামত করে ব্যবহার করা হবে। এখন কাজে লাগছেনা তাই ঢেকে রাখা হয়েছে। এমন নয় যে এটি কখনই ব্যবহার হবেনা। বরং এটির যে সামান্য ত্রুটি বিচ্যুতি রয়েছে তা সেরে নেওয়া যাবে।
এসময় তার কাছে জানতে চাওয়া হয় যে, ইন্টলেশনের সময় এটির ইলেকট্রিক সার্কিট বোর্ড পুরো যাওয়ায় এটি অকেজো হয়ে আছে। এতে তিনি বলেন, সেরকম কিছু হয়ে থাকলে তা আমাদের লোকজনই মেরামত করবে। সম্ভব না হলে ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/জেডআই