ঢাকা সিটি করপোরেশন নির্বাচন-2020

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি

পিবিএ: সিটি নির্বাচনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।

 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) ব্যানারে শতাধিক সাংবাদিক এতে অংশ নেন। ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, সাব এডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক কেএম ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকর্মীদের সরকারের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা চলছে। দলীয় আদর্শচ্যুত হাইব্রিডরাই সাংবাদিকদের ওপর হামলা করছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যদি সন্ত্রাসী হামলার শিকার হন তবে সেটি দুঃখজনক।

হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে সাংবাদিকরা সারাদেশে আন্দোলন গড়ে তুলবে।

সভাপতির বক্তব্যে আবু জাফর সূর্য বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সাংবাদিকরা হামলার শিকার হয়েছে। অথচ হামলাকারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আগামী শনিবারের মধ্যে সাংবাদিক হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় আনতে হবে। একইসঙ্গে হামলায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রমাণ করতে চাইলে সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। একইসঙ্গে আগামী রবিবার সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...