পিবিএ,কুবি: ‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখ, লাইব্রেরিয়ান পদে দায়িত্বরত মো: মজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অফিসার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন,‘আমি গ্রন্থাগারকে আধুনিক করার জন্য চেষ্টা করছি। এরই মধ্যে গ্রন্থাগারকে এসির আওতায় আনা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা জ্ঞান চর্চার সুষ্ঠু পরিবেশ পাবে।
পিবিএ/জাহিদুল ইসলাম/বিএইচ