তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পিবিএ ডেস্ক: তিন রানেই দুই উইকেট হারিয়ে চাপে পরে সফরকারী বাংলাদেশ। সেখান থেকে শান্তকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্ঠা করছেন টাইগার দলপতি মুমিনুল হক। প্রথম ঘন্টা এ দুজনের কল্যানে ১৩ ওভারে দুই উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্তকে সঙ্গে নিয়ে দারুন খেলতে ছিলেন মুমিনুল। দলীয় ৬২ রানে অযথা এক শট খেলতে গিয়ে শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে কাটা পরেন বাংলাদেশ অধিনায়ক। ৩০ রাজে সাঁজঘরে ফিরেন তিনি। শেষ পর্যন্ত মাহামুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে প্রথম সেশনটা পার করেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯৫ রান।

শান্ত ৪৪ রানে মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ রানে অপরাজিত থেকেই লাঞ্চে গেছেন।
রাওলাপিন্ডিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহীন শাহ আফ্রিদির প্রথম বলেই তিন রান নেন তামিম ইকবাল। দ্বিতীয় বলেই স্ট্রাইকে যান অভিষিক্ত সাইফ হাসান। কিন্তু তিনি টিকলেন কেবল দুই বল। আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পেতে দিয়ে স্লিপে আসাদ শফিককে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। এমন অভিষেক নিশ্চয়ই চাননি কেউ। সাইফ ফিরতে না ফিরতেই আউট তামিম। বিসিএলে ট্রিপল সেঞ্চুরি করে পাকিস্তান যাওয়া তামিম টিকতে পারলেন কেবল ৫ বল। স্কোরবোর্ডে ৩ রান উঠতে না উঠতেই নেই দুই ওপেনিং ব্যাটসম্যান। তামিম মোহাম্মদ আব্বাসের বলে হয়েছেন এলবি। প্রথমে আম্পায়ার আবেদনে সারা দেননি। কিন্তু পরে রিভিউতে দেখা যায় তামিম ঠিকই আউট।
রাওয়ালপিন্ডি টেস্টে দুই ওপেনারকে প্রথম ১০ বলের মধ্যে হারিয়ে বসল বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্তকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মুমিনুল হক। দারুন খেলতে থাকা মুমিনুলের ধৈর্য্যচ্যূতি ঘটে দলীয় ৬২ রানে। শাহিন আফ্রিদি লাগিয়ে উঠা একটি বলে অযথা শট খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক। এরপর আর বিপদ ঘটেনি। মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে লাঞ্চে গেছেন শান্ত।

দেশের বাইরে সময়টা বেশ বাজে কাটছে বাংলাদেশের। হেরেছে টানা আট টেস্ট, এর ছয়টিতেই ইনিংস ব্যবধানে। ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ দল। তবে ১৬ বছর পর এই সংস্করণে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ আদর্শ প্রস্তুতি ছাড়াই পাকিস্তান গেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময়ও পাননি মুমিনুল-মাহমুদউল্লাহ-তামিমরা। তবে বিসিএলের প্রথম রাউন্ডে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে দলকে। ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম, সেঞ্চুরি এসেছে মুমিনুল, মাহমুদুল্লাহ ও লিটনের ব্যাট থেকে। ইনিংসে ছয় উইকেট নিয়েছেন নাঈম হাসান, পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম।

নিরাপত্তা শঙ্কায় এই সিরিজে নেই মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম। আইসিসির নিষেধাজ্ঞায় আগে থেকেই নেই সাকিব আল হাসান। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে না যাওয়া দেশসেরা ওপেনার তামিম টেস্টে ফিরছেন এই সিরিজ দিয়ে।

বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, লিটন দাস (উই:) তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন
পাকিস্তান : সান মাদুস, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উই:), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাঈম শাহ, শাহীন আফ্রিদী।
পিবিএ/এএম

আরও পড়ুন...