ব্রাহ্মণবাড়িয়ার কসবায়

থামছেনা গ্যাস বের হওয়া, স্কুলের চারপাশে আগুন জ্বালানো নিষিদ্ধ

পিবিএ, ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নলকূপের জন্য খোঁড়া গর্ত থেকে এখনও বের হচ্ছে গ্যাস। এতে গ্রামজুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলের চারপাশে আগুন জ্বালানো নিষিদ্ধ করেছে প্রশাসন।

বাপেক্সের কর্মকর্তারা বলছেন, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন শেরেবাংলা উচ্চ বিদ্যালয়। পয়লা ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করতে নলকূপ বসানোর কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ।

৫ ফেব্রুয়ারি নলকূপের পাইপ মাটির সাড়ে ৫শ ফুট তলদেশে যাওয়ার পর বিকট শব্দ হয়। এরপর ঘূর্ণায়মান স্রোতের মতো বের হতে থাকে পানি ও গ্যাস। এ দৃশ্য দেখতে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মনে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের চারপাশে আগুন জ্বালানো নিষিদ্ধ করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন বলেন, চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ দায়িত্ব নিয়ে বিষয়টি দেখভাল করবে।

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্স। বাপেক্সের ভূতত্ত্ববিদ ও জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন বলেন, নমুনা সংগ্রহের পর পরীক্ষা নিরাক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গ্যাসের চাপে ওঠা পানি ও মাটিতে বিদ্যালয়ের মাঠে অন্তত ৪ ফুট বালুর স্তর জমে গেছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...