নেচে-গেয়ে ভোটের লাইনে দাঁড়ান বরযাত্রী

পিবিএ ডেস্ক: ভারতের দিল্লীর বিধানসভা নির্বাচনে শনিবার (৮ ফেব্রুয়ারি) চলছিল ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে সাধারণ মানুষ থেকে অনেক নামী ব্যক্তিত্বও ভোট দিতে উপস্থিত ছিলেন। তবে হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে নেচে-গেয়ে ভোটের লাইনে দাঁড়ান একদল বরযাত্রী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন হবু বরও।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিয়ের আগে বরযাত্রী নিয়ে কেন্দ্রে ভোট দিতে যান বর ধনঞ্জয়। এখানেই শেষ নয়। তিনি ফোন করেন তার হবু স্ত্রীকেও। মালাবদলের আগে ভোট দিয়ে যাওয়ার আবেদন জানান তাকেও।

ধনঞ্জয়ের বিয়ের কথা ঠিকঠাক হয় গত বছরের ডিসেম্বরেই। কিন্তু একেবারে ভোটের দিন‌ই বিয়ের লগ্ন পড়বে তা একদমই ভাবেননি তিনি।

এ সময় সবাইকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ধনঞ্জয় বলেন, পাঁচ বছরে একবারই সুযোগ আসে। তাই আপনারা ভোট দিতে অবশ্যই আসবেন। আমার জানা ছিল না ৮ ফেব্রুয়ারি আমার বিয়ের দিন ঠিক হবে। আমি ভোট দেওয়ার অপেক্ষায় ছিলাম। আমি বিয়ের থেকেও ভোটকে বেশি গুরুত্ব দিয়েছি। আমার হবু স্ত্রীকেও ভোট দিতে বলেছি। সেও ভোট দিয়েই বিয়েতে অংশ নেবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...