আমাদের এত উন্নয়ন, তবু ভোটারদের কেন অনীহা : নাসিম

আমাদের এত উন্নয়ন, তবু ভোটারদের কেন অনীহা : নাসিম

পিবিএ,ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, আমি এখন ভয় পাই। আমাদের এত উন্নয়ন, এত সফলতা। তবু ভোটারদের কেন এত অনীহা। ভোটাররা কেন ঘর থেকে বের হয়ে ভোট দিতে যান না।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের উদ্দেশ্যে নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আপনারা নির্বাচিত মেয়র। এখন থেকে আপনাদের কাজ শুরু করা উচিত। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ঢাকা শহরকে মশা মুক্ত করতে হবে। ঢাকাকে সুন্দর শহরে পরিণত করতে হবে। ঢাকা দূষিত শহর, কেন শুনবো একথা। দয়া করে আপনারা এখন থেকে কাজ শুরু করুন। না হলে আমাদের ওয়াদা গুলো কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। জনগণ এর জবাব দেবে।

তিনি বলেন, বিশ্বের সব দেশেই সরকারের ভুল ত্রুটি রয়েছে। আমাদেরও ভুল ত্রুটি রয়েছে। কিন্তু দেশের গ্রামে-গঞ্জে তো অর্থনৈতিক জোয়ার বইছে। তবুও ভোটারদের কেন অনীহা। কয়েকদিন আগে ঢাকা শহরে সিটি নির্বাচন হলো। এত কম ভোট পড়ার কথা না। তবে কেন পড়লো। নিশ্চয়ই কোনো গলদ রয়েছে। এটা উপলব্ধি করতে হবে। কোথায় আমাদের ঘাটতি রয়েছে সেটাও খতিয়ে দেখতে হবে। না হলে ভবিষ্যৎ ভালো হবে না।

তিনি আরও বলেন, চক্রান্তকারীরা এখনো কিন্তু বসে নেই। তারা আবারো চক্রান্ত করছে। যেকোনো সময় ছোবল মারতে পারে। এজন্য আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে কোনো ভাবেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। কারণ আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। এটা তারা বারবার প্রমাণ করেছে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। আদালতে আইনের সঠিক বিশ্লেষণ তারা করতে পারে না। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কোন ভূমিকা নেই। তারা বারবার সরকারকে দোষারোপ করছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দ হাসান ইমামের বঙ্গবন্ধু সভাপতিত্ব সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

পিবিএ/এমআর

আরও পড়ুন...