অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে জাতীয় মানবাধিকার সমিতি’র অভিনন্দন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে জাতীয় মানবাধিকার সমিতি'র অভিনন্দন

পিবিএ,মঞ্জুর হোসেন ঈসা: ভারতের মত শক্তিশালী দলকে ২৩ বল হাতে রেখে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথম বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের যুব ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম সেকুল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মুহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম সেকুল এ শুভেচ্ছা জানান।

তারা বলেন, চারবারের চ্যাম্পিয়ন ও সাতবার ফাইনালে খেলা ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা এবং প্রথমবারেই বিশ্বকাপের ট্রফি তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরায় জুনিয়র টাইগাররা বাংলাদেশ সহ বিশ্বের ক্রিকেট প্রেমিকদের মনে নতুন স্বপ্নের সূচনা করেছে। প্রমান করেছে বাংলাদেশ পারে।

তারা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে সমগ্র দেশবাসীর সাথে সাথে আমরাও গর্বিত।

তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, যুব বিশ্বকাপ ক্রিকেটে টাইগার’রা যে কৃতিত্ব দেখিয়েছে তা ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে। ফলে দেশবাসী আশাবাদী-যে এই ধারা অব্যাহত রাখলে বিশ্বকাপ ক্রিকেটেও বাংলাদেশ দল সারাবিশ্বে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে স্বক্ষম হবে এবং স্বপ্নের বিশ্বাকাপ বাংলাদেশের জনগনকে উপহার দিতে সক্ষম হবে।

তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানান।আকবরের ব্যাটে প্রথম বিশ্বকাপ জিতল বাংলাদেশ

পিবিএ/মঞ্জুর হোসেন ঈসা/এমআর

আরও পড়ুন...