পিবিএ ডেস্ক: ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, যদিও অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়।
প্রত্যেকেই চান এবারের ভালোবাসা দিবসটিই হোক জীবনের সেরা দিনগুলোর একটি। আর সবার চেয়ে আলাদাও। সবাই যখন একই ভাবে ভাবছেন, তখন নতুন আইডিয়া চাই?
জেনে নিন:
উপহারে একটা কিছু নিজের হাতে তৈরি করে দিন। কার্ড-চকলেট যা ভালো লাগে। সবার পক্ষে তারকা হোটেলে গিয়ে ডিনার করা সম্ভব নয়। বিশেষ দিনের ডিনার হোক ভিন্ন আমেজে। প্রিয়জনের পছন্দের খাবার রান্না করে চলে যান কোনো খোলা জায়গায় সেখানেই মোম জ্বেলে সেরে নিন ক্যান্ডেল লাইট ডিনার
ভ্যালেন্টাইন’স ডে যেহেতু শুক্রবার পড়েছে, ছুটিটা কাজে লাগাতে পারেন। শহরের ভিড় এড়িয়ে প্রিয়জনকে নিয়ে কাছেই কোথাও ঘুরে আসতে পারেন বিশেষ উপহার হিসেবে আপনাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর ছবি দিয়ে ডিজিটাল অ্যালবাম বা মিউজ়িক ভিডিও বানিয়েও দিতে পারেন!
এ সুন্দর পরিকল্পনা দু’জন মিলেও করতে পারেন। আর সঙ্গী যদি বেশি ব্যস্ত থাকেন, তবে আপনিই সব গুছিয়ে রাখুন। আর তাকে চমকে দিন।