পিবিএ,জামালপুর: এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে তিনজনের সাতদিন করে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
দণ্ডিতরা হলেন ডাকাতিয়া মেন্দা গ্রামের জামাল মিয়ার ছেলে মাহমুদুল হাসান (২৩), পিংনা কলেজপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রেজাউল হক (৪০) ও বারইপটল গ্রামের খোকার ছেলে দোলন (৩০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পিবিএ’কে বলেন, নিয়ম ভঙ্গ করে পিংনা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশে তিনজন ব্যবসায়ী ফটোকপির দোকান চালু রাখেন। স্থানীয়দের অভিযাগে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরীক্ষার নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের তিনজনকে ১৪৪ ধারায় সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পিবিএ/রাজন্য রুহানি/এমএসএম