পিবিএ ডেস্ক : আমেরিকার ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও পুরো কুরআন মুখস্থ করে কৃতিত্বের সাক্ষর রেখেছেন মা’রইয়াম মাসুদ। নয় বছর বয়সেই তিনি পুরো কুরআন মুখস্থ করেন। পুরো কুরআন মুখস্থ করতে তার সময় লেগেছে দুই বছর।
মা’রইয়ামের মা শালিকা ইম’রোজ জানান, জন্মের আগে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারেন তার গর্ভের সন্তান মা’রাত্মক ব্যাধি ‘ডাউন সিনড্রোম’ নিয়ে জন্মাবে। আল্লাহর অশেষ রহমতে মা’রইয়ামের জন্মের পর ডাক্তারদের সে আশ’ঙ্কা ভুল প্রমাণিত হয়। তিনি নিয়ত করেছিলেন মা’রইয়ামকে তিনি পবিত্র কুরআনের হাফেজ বানাবেন।.. আল্লাহ তাআলা তার সে নিয়তকে পূর্ণতা দান করেছেন। জন্মের পর তাকে দান করেছেন পরিপূর্ণ সুস্থতা। আর সেই মা’রইয়ামই হয়ে উঠেছেন এক ক্ষুদে হাফেজ।
মা’রইয়াম এখন আমেরিকায় গাইড ইউএস টিভিতে ‘কুরআন উইথ মা’রইয়াম’ শীর্ষক শি’শুদের একটি অনুষ্ঠান সঞ্চালনা করে। মা’রইয়ামের ভেরিফায়েড ফেসবুক ও ইউটিউব মিলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১৫ লাখেরও বেশি।.. অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় মা’রইয়াম প্রথম স্থান অর্জনসহ পুরস্কার লাভ করেন।
মা’রইয়াম ‘ইন্টারফেইথ হিউম্যানেটারিয়ান’ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। কিছুদিন আগে ইন্টারফেইথ ইভেন্টে অ’তিথি বক্তা হিসেবে অংশ নেয় মা’রইয়াম।.. সেখানে সিনেটর বব মেনেনডেজ ও কংগ্রেসম্যান ফ্রাঙ্ক পেলোনসহ বহু প্রভাবশালী ও বিখ্যাত মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া শি’শু মা’রইয়াম অস্ট্রেলিয়ার টেলিভিশন চ্যানেল ওয়ানফোরকিডস এবং মালয়েশিয়ান চ্যানেলে ‘ওম’র’ ও ‘হানা শো’তে কাজ করে। বিশ্বজুড়ে পিতৃমাতৃহীন শি’শুদের নিয়ে কাজ করা সংস্থা ইস’লামিক রিলিফ ইউএসএর সম্মানিত দূতও সে।
ভবিষ্যতে ইস’লামিক স্কলার হতে চায় মা’রইয়াম। যাতে আগামী প্রজন্মকে পবিত্র কুরআন পড়তে ও তার বাণীর সৌন্দর্য অনুধাবন করাতে পারে নে। বাংলাদেশে কিংবা আমেরিকায় যারা বাঙালি আছেন, তাদের মধ্যে মে’য়েদের কুরআনে হাফেজ হওয়ার সংখ্যা খুবই কম। মা’রইয়াম মাসুদ প্রবাসীদের জন্য অনুপ্রেরণা।
পিবিএ/জেডআই