বিএফডিসি নির্বাচন: সভাপতি গুলজার, মহাসচিব খোকন

BFDC-- PBA

পিবিএ,ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে বিজয়ী হয়েছে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। ১৯ পদের মধ্যে ১৪ টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা। সভাপতি নির্বাচিত হলেন গুলজার। আর মহাসচিব নির্বাচিত হলেন খোকন। নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে লড়ছেন পরিচালক সাফিউদ্দিন সাফি। কমিশন সূত্র জানায়, ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন পরিচালকেরা। এই নির্বাচন বড় একটা উৎসব মনে করছেন পরিচালক সমিতির সদস্যরা। অনেক দিন পর এই উপলক্ষেই নিজেদের মধ্যে নিয়মিত দেখা হয়। সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হয় বলেও জানান পরিচালকেরা।

শুক্রবার সন্ধ্যা ছয়টার পর গণনা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন আবদুল লতিফ বাচ্চু। দুই সহকারী কমিশনার হিসেবে শফিকুর রহমান ও ডি এইচ নিশানের নেতৃত্বে চলে ভোট গণনার কাজ।

এবার দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে বাদল খন্দকার এবং মহাসচিব পদে বজলুর রাশেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিচালক সাফিউদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করেছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...