মালয়েশিয়ায় ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে

পিবিএ,মালয়েশিয়া : মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এনটিভি দর্শক ফোরাম ও বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া ( বিএসইউএম) উদ্যেগে

হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুর এ আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০, রোজ রবিবার সন্ধ্যায় ৬ টায় কোমলতি শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মহান ২১ ফেব্রুয়ারি যেকোনো বিষয়ের উপর চিত্রাঙ্গন। সেরা ৩ জনকে পুরস্কার দেওয়া হবে। সেই সাথে সেরা ৩ জনের আঁকা ছবি এনটিভি অনলাইন প্রকাশ করা হবে। অংশ গ্রহণকারী সকল কে সার্টিফিকেট প্রদান করা হবে। যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নিন্মের লিংকটি ফিলআপ করার জন্য অনুরোধ করা হলো।লিংক – https://forms.gle/n7o6APENXdr1Svb67

সকলকে উক্ত প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যোগাযোগ – মোহাম্মদ জহিরুল ইসলাম -০১১২১৫৮২১৫৮/ কায়সার হামিদ হান্নান -০১০২৯৫৩৮৫০

পিবিএ/জেডআই

আরও পড়ুন...