পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে ১৯৬৪ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে এবং জনসাধারণের সার্বিক সহযোগিতায় উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ ও জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ এর নামানুসারে এ বিদ্যালয়টি নামকরণ করা হয়।প্রতিষ্টার পর থেকে বিদ্যালয়টিতে সুনামের সাথে লেখাপড়া করে যাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।
পুনর্মিলনী সুত্রে জানা যায়,দুই দিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, র্যালি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পিঠা উৎসব, বইমেলা, নাটক, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ একাদিক বার প্রস্তুতিমূলক সভা করেছে কমিটি।
ড.শহীদুল্লাহ একাডেমীর প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মহসিন তালুকদার ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার দেশের এবং দেশের বাইরে অবস্থানরত স্কুলের সকল শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্য রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানকে সফল করার জন্য আহবান জানিয়েছেন।
পিবিএ/খোরশেদ আলম শিমুল/এমএসএম