পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঝাউডগী মদিনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ (শনিবার) ভোররাত আনুমানিক ৩ টার সময় একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।আগুনে ওষুধ, স্বর্ণ, চায়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আজ রাত ৩ টার সময় ঝাউডগী মদিনা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো মেসার্স ফারুক ট্রেডার্স, মেসার্স আনোয়ার ট্রেডার্স, কামরুল স্টোর, নিয়তি শিল্পালয়, নজরুল ফার্মেসী ও সাইফুদ্দিন স্টোর।
উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আবুল হাশেম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে আরও সময় লাগবে।
পিবিএ/এমআর