ইবিতে বসন্ত উৎসব

পিবিএ,ইবি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসব ১৪২৬ পালিত হয়েছে। শনিবার বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুনÑউরÑরশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সেখানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পিবিএ/আহসান নাঈম/বিএইচ

আরও পড়ুন...