পিবিএ,সিরাজগঞ্জ: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- এই মুজিব বর্ষেই নানামুখী উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাবে, দেশ শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে, আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে এমন লক্ষ্য নিয়ে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
মোহাম্মদ নাসিম এত্ত বলেছেন- বিএনপি-জামাতের দুঃশাসনের সময় এ দেশ ছিল অন্ধকারে, জঙ্গীবাদের উন্থান হয়েছিল, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জঙ্গী দমন করে দেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করানো হয়েছে। কাজিপুর, সিরাজগঞ্জসহ দেশের নানামুখী উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি শনিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কাজিপুরে আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মী,মুক্তিযোদ্ধা, সহ বিভিন্ন শ্রেনী পেশার তৃণমুল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন।
এর আগে মোহাম্মদ নাসিম কাজিপুরে নির্মাাধীন আমেনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট, এফডবিøউভিটিআই নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা সদরে নির্মিত স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং শহীদ এম. মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁর সহধর্মিনীএম.মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিম, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় কার্যালয়ে নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সহ বিভিন্ন শ্রেনী পেশার তৃণমুল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত হোসেন। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার,সাধারণ সম্পাদক আলী আসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম আরো বলেছেন-দেশে এখন শান্তিময় পরিবেশ বিরাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, বিএনপি-জামাত সৃষ্ট জঙ্গী দমন করা হয়েছে। রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। এই সফলতার ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র – চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ নস্যাত করে দেবে।
পিবিএ/সোহাগ লুৎফুল কবির/বিএইচ