পিবিএ ডেস্ক: ‘লাভ আজ কাল’ ছবির শুটিংয়ে হিমাচল প্রদেশে গিয়েছিলেন কার্তিক ও সারা। সেখানেই শুটিংয়ের ফাঁকে স্থানীয় কিছু যুবকের সঙ্গে ফুটবল খেলতে শুরু করেন কার্তিক আরিয়ান। হঠাৎই সেখানে এসে হাজির হন সাইফ কন্যা। ওমনি স্থানীয় ওই ছেলেরা কার্তিকের উদ্দেশ্যে বলতে শুরু করেন, কার্তিক ভাইয়া ভাবি আ গ্যায়ি। বিষয়টা শুনে কিছুটা লজ্জা পেয়ে হাসতে শুরু করেন কার্তিক। অন্যদিকে সারা প্রশ্ন করতে থাকেন, কে আমাকে ভাবি বলতে বললো?
https://www.instagram.com/p/B8Yxm2LJSZT/
১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শুটিংয়ের এমনই একটি মুহূর্ত শেয়ার করেছেন কার্তিক আরিয়ান নিজেই। ক্যাপশানে লিখেছেন, ভাবি কাকে বলছো?। এদিকে সারা ও কার্তিক দুজনে মিলে তাদের ছবির প্রচারে হাজির হলে, সেখানেও ভক্তরা সারাকে উদ্দেশ্য করে ‘ভাবি’ বলে ডাকতে থাকেন।
প্রসঙ্গত, বি-টাউনে বহুদিন ধরেই গুঞ্জন ছিল কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা আলি খান। তবে পরে তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে।সম্প্রতি সারাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সাফ জানান, তিনি এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্কে নেই। আপাতত শুধুই ক্যারিয়ারে মন দিতে চান। তবে সারা ও কার্তিক সত্যিই ব্যক্তিগত জীবনে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কিনা, তা অবশ্য ভবিষ্যতই বলবে।
পিবিএ/বিএইচ
https://www.instagram.com/p/B8gVdWKpBuF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again