ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ

কায়সার হামিদ হান্নান , পিবিএ, মালয়েশিয়া : বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’ এর উদ্যোগে ফেব্রুয়ারি ২০২০ ইন টেইকের নবীনদের নিয়ে নবীন বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সায়েদা রায়েতা ইসলাম ও সানজিদা ইয়াসমিন এর পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম।

১৫ ফেব্রুয়ারী বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফিলিপ কটলার হলে অনুষ্ঠানটি পরিবেশিত হয়।

শুরুতেই ছিলো পবিত্র কুরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও মালেয়শিয়ার জাতীয় সংগীত এবং বিশ্ববিদ্যালয়টির থিম সং। ক্রমান্বয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিশেষ ব্যক্তিত্ব ও এলামনাইদের ভিডিও বক্তৃতা দিয়ে অনুষ্ঠান গতি ধারণ করে। এরপর নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা, গান, কাব্য ও গীতি নাট্যে বিভিন্ন ভূমিকায় ছিলেন অপূর্ব, আরমিয়া, শোয়েব বিন কামাল, সানজিদা ইসলাম, সায়মা ফাহমি, মুসান্না বিন খলিল, তাহানিন তাহের অমি,মারজিয়া জান্নাত মহুয়া,ইমাম হোসেন সোহেল ,ডলি রানি কর, আলো ও ইসরাত নাওয়ার।

একই দিনে উপমহাদেশের অন্যতম কালজয়ী কবি ও সাহিত্যিক আল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে অনুষ্ঠানের একাংশে ইমতিয়াজ, রেজা, নিপ্পন ও অপূর্বের নেপথ্য সহযোগিতায় আল মাহমুদ থেকে আবৃত্তি সঞ্চালনা করেন ভাষা ও সাহিত্য বিভাগের আতিয়া ইসলাম।

বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন ইউপিএম এর সভাপতি জহিরুল ইসলামের সমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। সভাপতি তার বক্তব্যে নবীনদের অভ্যর্থনা জানান এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সততার সাথে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার সাদর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ড. এস এম নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুয়ান নুরলিয়া বিন্তি ইয়াহিয়া ও কৃষিবিদ আল মামুন, সাবেক সভাপতি আব্দুল বাশির। আরো উপস্থিত ছিলেন নিপ্পন, শোয়েব এবং আই ইউ কেএল এর বাংলাদেশী কমিউনিটির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

নবীন বরন অনুষ্ঠান আয়োজনে সার্বিক ভূমিকায় ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন ইউপিএম এর সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন, সহ-সভাপতি শাহ্ আহমেদ রেজা,সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জুলকার নাঈন, অপূর্ব এবং মিডিয়া ও যোগাযোগ সম্পাদক আরমিয়া জহির ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...