পিবিএ,রংপুর: নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা নাগরিককে করনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গুরতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করনা ইউনিটে ভর্তি করা হয়েছে। করনা ইউনিটের মেডিকেল বোর্ডের মুখপাত্র ডা, নারায়ন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে নীলফামারীর সৈয়দপুর ইপিজেডে কর্মরত চীনা নাগরিক চীনে অবস্থান করে গত ৪ ফেব্রুয়ারী চীন থেকে বিমান যোগে বাংলাদেশে আসেন। সেখান থেকে সরাসরি তার কর্মস্থল উত্তরা ইপিজেডে যান।
গত দুদিন ধরে সর্দ্দি জ্বর ও বুকে ব্যাথা অনুভব করলে স্থানীয় চিকিৎসকরা তার চিকিৎসা করেন কিন্তু তার অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং রোববার সকাল থেকে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুপুর সাড়ে আরটার দিকে ভর্তি করা হয়েছে।
করোনা ইউনিটের মুখপাত্র ডা, নারায়ন চন্দ্র জানান এখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি ঢাকার আইসিডিআর এ জানানো হয়েছে সেখান থেকে বিশেষজ্ঞ দল এসে রক্ত কফসহ বিভিন্ন উপকরন সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাবেনা বলে জানান ওই চিকিৎসক।
পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম